আজকাল ওয়েবডেস্ক:‌ হংকংকে হারাতে পারলেই মিলবে আর্থিক পুরস্কার। ঘোষণা করল ভারতীয় ফুটবল ফেডারেশন (‌এআইএফএফ)‌।


এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মঙ্গলবার ভারতের সামনে হংকং। এই ম্যাচ হারলে ভারতের যোগ্যতাঅর্জনের আশা প্রায় শেষ হয়ে যাবে। তাই ফুটবলারদের উজ্জীবিত করতে এআইএফএফ ঘোষণা করেছে, ভারত জিতলে ফুটবলারদের ৪৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।


যদিও ভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে বেতন ও বোনাস বাকি রাখার অভিযোগ করেছেন ফুটবলারেরা। এই পরিস্থিতিতে সুনীলদের সামনে আর্থিক পুরস্কারের টোপ দেওয়া হল। ভারতীয় ফুটবলারদের অভিযোগ, ২০২৩–২৪ সালের বোনাস তাঁরা এখনও পাননি। পাশাপাশি কয়েক জন ফুটবলার এমনও অভিযোগ করেছেন যে তাঁদের বেতন, ম্যাচ ফি ও দৈনিক ভাতার পুরো টাকা দেওয়া হয়নি। এই সমস্ত অভিযোগের জবাব অবশ্য ভারতীয় ফুটবল সংস্থা দেয়নি।


ফিফা ক্রমতালিকায় ভারতের (১২৭) থেকে পিছিয়ে রয়েছে হংকং (১৫৩)। কিন্তু ভারতের সাম্প্রতিক ফর্ম ভাল নয়। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ০–২ গোলে হারতে হয়েছে। মঙ্গলবার আবার হংকং ম্যাচ। যা খুব কঠিন হতে চলেছে ভারতের জন্য। আয়োজকরা জানিয়েছেন, ৫০ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়াম নাকি ফাঁকা থাকবে না। 


প্রসঙ্গত, ২০২২ সালে হংকংয়ের বিরুদ্ধে শেষ খেলেছিল ভারত। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জনের সেই ম্যাচে ঘরের মাঠে ভারত ৪–০ গোলে হারিয়েছিল হংকংকে। সুনীল ছেত্রী, আনোয়ার আলি, ঈশান পণ্ডিতা ও মনবীর সিং গোল করেছিলেন। তবে তার আগে ২০০৯ ও ২০১০ সালে ভারতকে পর পর হারিয়েছিল হংকং। দেশের বাইরে একমাত্র ১৯৫৭ সালে হংকংকে হারাতে পেরেছিল ভারত।