আজকাল ওয়েবডেস্ক: ব্যাট হাতে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন অগ্নি চোপড়া। রনজি ট্রফিতে বিধু বিনোদ চোপড়ার হয়ে কথা বলছে তাঁর ব্যাট।
আহমেদাবাদে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১০ ও অপরাজিত ২৩৮ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন অগ্নি শুরু করলেন মণিপুরের বিরুদ্ধে। থামলেন ২৬৯ বলে ২১৮ রান করার পরে। রনজি ট্রফির প্লেট লিগে অগ্নি চোপড়া দুর্দান্ত পারফরম্যান্স করেই চলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে দুদ্দাড়িয়ে শুরু করেছেন বিধু বিনোদ চোপড়ার পুত্র।
রনজি ট্রফির প্রথম চারটি ম্যাচে অগ্নির রান যথাক্রমে ১০৫,১০১,১১৪,১০,১৬৪,১৫,১৬৬ এবং ৯২। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম চারটি ম্যাচেই সেঞ্চুরি করেছেন। এই কীর্তি নেই স্বয়ং স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানেরও।
অগ্নির এই দুর্দান্ত সাফল্যের পরেও অনেকে প্লেট গ্রুপের প্রসঙ্গ উত্থাপ্পন করে প্রশ্ন তুলছেন। বাইরের কথায় কর্ণপাত করছেন না অগ্নি। তিনি নিজের লক্ষ্যে অবিচল। মিজোরামকে এলিট গ্রুপে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। বলছেন, ''মিজোরামকে এলিট গ্রুপে তোলাই আমার লক্ষ্য। তাহলে তো কেউ আর বলতে পারবে না আমি প্লেট গ্রুপে দুর্বল বোলিং খেলে রান করেছি।''
নিজের ইচ্ছাও পরিষ্কার করে দিয়েছেন অগ্নি। নিজের দমে আইপিএল খেলতে চান। কারও অনুগ্রহে তিনি খেলতে চান না। তাঁর স্বনামধন্য পিতার একটা ফোন কল অগ্নিকে নিয়ে যেতে পারে যে কোনও ফ্র্যাঞ্চাইজিতে। কিন্তু মিজোরামের নির্ভরযোগ্য ব্যাটার সে সব চান না। তিনি বলছেন, ''আমাকে ভাল খেলতে হবে যাতে ওরা আমার বাবাকে ফোন করে। বাবাকে ফোন করতে হবে না কাউকে।''
