আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের বল গড়ানোর আগে সব আলোচনা ভারতকে নিয়ে। এশিয়া কাপে আধিপত্য দেখাবে ভারত। সবাই এই বিষয়ে প্রায় একমত। ভারত-পাক ম্যাচ নিয়েও কালি খরচ হচ্ছে সর্বত্র। কিন্তু আফগানিস্তানের কথা কেউ বলছেন না। রশিদ খানের দল যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারে। আফগানিস্তান যে কোনও দলকে হারাতে পারে। 

বিশেষ করে এশিয়া কাপ যে পিচে হবে, সেই পিচে স্পিন বান্ধব। আর স্পিন ফ্রেন্ডলি পিচে আফগানরা কিন্তু বিপজ্জনক দল। 

বি গ্রুপে আফগানিস্তানের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং। বিশেষজ্ঞরা মনে করছেন সুপার ফোরে খেলার ব্যাপারে ফেভারিট আফগানিস্তান। 
এশিয়া কাপ এবার হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আফগান তারকারা বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন। ফলে টি-টোয়েন্টিতে আফগানিস্তান যে কোনও দলকে বেগ দিতে পারে। 

আরও পড়ুন: এশিয়া কাপের আগেই নেতিবাচক মন্তব্য তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যের, টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ভারতের কোনও সম্ভাবনাই নেই'

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ দারুণ গিয়েছে আফগানিস্তানের কাছে। ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল আফগানরা। অস্ট্রেলিয়াকেও প্রায় ছিটকে দিয়েছিল। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। 

পরের বছর অনুষ্ঠিত  টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে  আফগানিস্তান পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। 
 
কনিষ্ঠ ফরম্যাটে অত্যন্ত সফল দল হওয়ার জন্য বারুদ রয়েছে আফগানিস্তান দলে। এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে  আফগানিস্তান। নেতৃত্বে রশিদ খান। ইব্রাহিম জাদরান, রহমানউল্লা গুরবাজ, মহম্মদ নবী এবং গুলবদিন নায়েবের মতো তারকারা রয়েছেন দলে। ম্যাচ জেতানোর ক্ষমতা তাঁরা ধরেন। 

ফজল হক ফারুকি, নবীন উল হক এবং আজমতুল্লাহ ওমরজাই পেস বিভাগের দায়িত্বে। রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান এবং আল্লাহ গজনফর স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন। 

৯ সেপ্টেম্বর আফগানিস্তান অভিযান শুরু করছে এশিয়া কাপে। প্রথম ম্যাচে আফগানদের প্রতিপক্ষ হংকং। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আফগানিস্তানের। সুপার ফোরে আফগানিস্তানের যাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। 

দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে। 

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান

গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি

 

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

 

সুপার ৪

২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২

২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১

ফাইনাল

২৮ সেপ্টেম্বর 

আরও পড়ুন: 'আশ্চর্যের বিষয়,' ২০১৯ বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে মুখ খুললেন কিউয়ি তারকা...