আজকাল ওয়েবডেস্ক: একবছরের কাছাকাছি সময় ওয়ানডে ক্রিকেট খেলেননি। দিনকয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা গিয়েছিল ইব্রাহিম জাদরানের। সেপ্টেম্বরে অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতালে তিনি শুয়ে রয়েছেন সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। দুরন্ত ইনিংস খেলার পরে আফগানিস্তানের তারকা ক্রিকেটার ইব্রাহিম জাদরান বলছেন, অস্ত্রোপচারের সাত মাস পরে মাঠে ফেরা কঠিন।

এহেন জাদরান ইতিহাস গড়লেন। আফগান তারকা  ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। জাদরানের জন্যই আফগানিস্তান ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ৩২৫ রান করে। অসম্ভবকে সম্ভব করলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান ম্যাচ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে জাদরানের জাদু দেখা গেল। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকেটের ১৬৫ রানের রেকর্ডটি টিকল না এক সপ্তাহও। ওয়ানডেতে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬২ রান ছাপিয়ে এবার ১৭৭ করলেন জাদরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে উইকেটের একদিক ধরে রাখেন আফগান তারকা। ধসের মুখে জাদরান একা টানলেন আফগানিস্তানকে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাগিসো রাবাদার বলে ১৭ রানে ফিরে যান জাদরান। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আফগান তারকা ধরা দিলেন অন্য অবতারে। ৬৫ বলে হাফ সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। ততক্ষণে অবশ্য আফগানিস্তান হারিয়েছে রাহমানুল্লা গুরবাজ, সেদিকুল্লাহ অটল এবং রহমত শাহের উইকেট। এই তিন ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। ৩ উইকেটে ৩৭ থেকে জাদরান ও হাশমাতুল্লা শাহিদি ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। 

৩৭-তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করেন জাদরান। তার আগে অবশ্য আদিল রাশিদের বলে ঠকে যান হাশমাতুল্লা। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি জাদরান।  গোড়ালির চোটে ভোগা ইব্রাহিম জাদরানের অস্ত্রোপচার হয় সেপ্টেম্বরে। সেই জাদরান মাঠের আনাচকানাচে বল পাঠালেন। সিংহভাগ রান করলেন তিনি। মহম্মদ নবি ২৪ বলে ৪০ রানের ইনিংস খেললেন। কিন্তু সব আলো শুষে নিয়ে গেলেন একা জাদরান। এদিন বেন ডাকেটকেও ছাপিয়ে গেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ডাকেট খেলেছিলেন ১৬৫ রানের ইনিংস। এদিন জাদরান ১৭৭ রান করে ইতিহাস বইয়ের পাতায় নাম তুলে ফেললেন।