আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস তৈরি করেছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর। বাংলাদেশের বিরুদ্ধে ৬.৩ ওভার হাত ঘুরিয়ে ২৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্পিনারকে নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। 

বাংলাদেশকে মাটি ধরানো এই স্পিনার গজনফর আসলে কে? শুরুতে তিনি ছিলেন পেসার। টেনিস বলের ক্রিকেট খেলে তাঁর উত্থান। বল ঘোরাতে পারতেন, তাই কোচের পরামর্শে পেস বোলিং ছেড়ে হয়ে যান স্পিনার। 

 বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সে রয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সেও ছিলেন তিনি। ২০২৪ সালে আইপিএল খেতাব জেতে কেকেআর। সেই দলের সদস্য ছিলেন গজনফর। আফগানিস্তানের আরেক স্পিনার মুজিব উর রহমানের পরিবর্ত হিসেবে এই গজনফরকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু কেকেআর-এর হয়ে একটি ম্যাচও খেলেননি তিনি। 

মুজিবের চোটের জন্যই নাইটরা দলে নিয়েছিল গজনফরকে।  আফগানিস্তানও মুজিবের পরিবর্তেই দলে নেয় তাঁকে। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে গজনফর চারটি ম্যাচে আটটি উইকেট নেন। এই পারফরম্যান্সের পরই জাতীয় দলে ডাক পান এই তরুণ স্পিনার। 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে-তে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে গজনফরের। এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। ফাইনালে শ্রীলঙ্কা এ দলকে হারায় আফগানরা। ফাইনালের সেরা প্লেয়ার হন গজনফর। 

গজনফরের বোলিং স্টাইল অনেকটা মুজিবের মতোই। বৈচিত্র্যও রয়েছে। আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি বলেন, ''গজনফর দারুণ প্রতিভাধর। আফগানিস্তানের ভবিষ্যৎ। আমাদের বেঞ্চে এরকম একজন প্রতিভাধর প্লেয়ারকে পেয়ে আমি সত্যিই দারুণ খুশি।'' আফগান স্পিনারের ঘূর্ণিতেই শেষ হয়ে যায় বাংলাদেশ। আফগানরা ৯২ রানে ম্যাচ জেতে।