আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে ঠিক দু'সপ্তাহ বাকি। তার আগে ১৫ জনের ভারতীয় দল নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন। সবচেয়ে চিন্তার বিষয় দুই তারকা পেসার। যশপ্রীত বুমরার খেলা নিয়ে সংশয় রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্পূর্ণ ফিট হতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মহম্মদ সামিও পুরোপুরি তৈরি নয়। এমন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া জানালেন, অন্য একজন পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে। তিনি মনে করেন, এত অল্প সময়ের মধ্যে বুমরার প্রত্যাবর্তন কার্যত অসম্ভব। আকাশ চোপড়া বলেন, ''বুমরার ফিটনেস নিয়ে ভাল কোনও খবর পাচ্ছি না। তবে শোনা কথায় আমি বিশ্বাস করি না।''
দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী ভারতের টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে দিয়েছেন। ভারতের প্রাক্তন হেড কোচ বলেন, বুমরাকে পাওয়া না গেলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা কমে যাবে অনেকটাই।
২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বুমরা। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও তিনি। টি-টোয়েন্টি বিশ্বজয়ের পিছনেও বুমরার অবদান ছিল। সেই তারকা পেসার সম্পর্কে শাস্ত্রী বলছেন, ''আমি মনে করি বুমরাকে তাড়াহুড়ো করে ফেরানো ঠিক হবে না। সামনে ভারতের অনেক ম্যাচ রয়েছে। ওর কেরিয়ারের এই পর্যায়ে বুমরাকে নিয়ে তাড়াহুড়ো করার কোনও অর্থই নেই। চোট সারিয়ে ফিরে আসার পরে কাজটা কঠিন হয়।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা খেলতে না পারলে তা ভারতের জন্য বড় শূন্যতা তৈরি হবে। শাস্ত্রী বলছেন, ''বুমরা ফিট না হলে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা ৩০ শতাংশ কমে যাবে।''
শাস্ত্রির সঙ্গে সহমত পোষণ করছেন রিকি পন্টিং। প্রাক্তন অজি অধিনায়কের মতে, এখন সবার নজর থাকবে মহম্মদ সামির উপর।
