আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে ভারত-পাক ক্যারমের বোর্ডে মুখোমুখি হলেও আবেগের স্রোত বইবে। বাড়তি অ্যাড্রিনালিন ঝরবে। সেটাই দেখা গেল এমার্জিং এশিয়া কাপের ম্যাচে। 

ভারতের অভিষেক শর্মা ২২ বলে ৩৫ রান করেন। পাঁচটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি মারেন। শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি অভিষেক। অফ সাইডে বড় শট খেলতে গিয়েছিলেন অভিষেক। কিন্তু ব্যাটের কাণায় লেগে কাসিম আক্রমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৬.১ ওভারে ভারত প্রথম উইকেট হারায়। অভিষেক শর্মাকে আউট করার পরে মুকিম মুখে হাত দিয়ে চুপ করে থাকতে বলেন তাঁকে। অভিষেক তেড়ে যান পাক স্পিনারের দিকে। দু'জনকে শান্ত করার জন্য এগিয়ে আসেন দুই ফিল্ড আম্পায়ার। 

টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান এ দলের অধিনায়ক বিস্ফোরক তথ্য ফাঁস করেছিলেন। পাকিস্তানের সাজঘরে ভারত নিয়ে কথা বলা নিষিদ্ধ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  সেই ভিডিওয় দেখা যায় মহম্মদ হ্যারিস বলছেন, ''একটা কথা বলি। আমাদের সাজঘরে ভারত নিয়ে কথা বলায় নিষেধাজ্ঞা রয়েছে।'' 

ভারত-পাক ম্যাচ মানে স্নায়ুযুদ্ধ। নার্ভ যার, ম্যাচ তার। হ্যারিসকে বলতে শোনা গিয়েছে, ''ভারত নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। অন্য দলকে নিয়েও ভাবতে হবে। আমি সিনিয়র পাকিস্তান দলেও ছিলাম। গত বিশ্বকাপও খেলেছি। মানসিকভাবে এতটাই চাপ তৈরি হয় যে কেবল ভারত-ভারতই চলতে থাকে মস্তিষ্কে। আমাদের অন্য দলের বিরুদ্ধেও নামতে হবে।''

এদিকে ভারত এ দল প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৩ রান করে। 

?ref_src=twsrc%5Etfw">October 19, 2024