আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ। ভারতের হাতে বিধ্বস্ত হয়েছে ইংরেজরা। 

এবার ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের বল গড়াতে চলেছে। প্রথম ওয়ানডে ম্যাচ খেলার জন্য রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল পৌঁছে গিয়েছে নাগপুরে। 

কিন্তু সেখানেই টিম ইন্ডিয়ার এক সদস্যকে চিনতেই পারল না পুলিশ। থ্রো ডাউন স্পেশালিস্ট রাজুকে প্রথমটায় ফ্যান ভেবেছিল পুলিশ।  সেই কারণে তাঁকে থামানো হয়। হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

পুলিশকে বোঝানোর চেষ্টা করেন রাজু। কিন্তু বরফ গলেনি। কিছুক্ষণ পরে নিজেদের ভুল বুঝতে পারে পুলিশ। তখন তাঁকে যেতে দেওয়া হয় দলের সঙ্গে।  

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য আপডেটেড স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

সেই দলে নেই জশপ্রীত বুমরার নাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য  প্রাথমিক ভাবে বুমরার নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু আপডেটেড যে দল জানানো হয়েছে, সেই দলে কিন্তু বুমরার নাম নেই। 

 

?ref_src=twsrc%5Etfw">February 4, 2025

বোর্ড কিন্তু সরকারি  ভাবে বুমরার অনুপস্থিতির কথা জানায়নি। কিন্তু স্কোয়াড থেকে বুমরার সরে যাওয়া অনেক প্রশ্নর জন্ম দিয়েছে। 

নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর আগে জানিয়েছিলেন প্রথম দুটো ওয়ানডে বুমরা খেলবেন না। কিন্তু নতুন করে যে দল দেওয়া হয়েছে, তাতে নেই বুম বুম বুমরার নাম। 

রবিবারই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছে গিয়েছেন বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হতে চাইছেন ভারতের সেরা পেসার। এনসিএ–তে বুমরার চোটের জায়গা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দু’‌তিন দিনেই জানা যাবে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা।