আজকাল ওয়েবডেস্ক: অবসরের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। ৩৫ বছরের পেসার জানিয়েছেন, আসন্ন নিউজিল্যান্ড–ইংল্যান্ড টেস্ট সিরিজের পরেই তিনি অবসর নেবেন। তাঁর ঘরের মাঠ হ্যামিলটনে শেষ টেস্ট খেলেই বিদায় জানাবেন।
২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। ১০৪ টেস্টে এখনও অবধি তিনি নিয়েছেন ৩৮৫ উইকেট। তার আগে আছেন শুধু নিউইজল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হেডলি (৪৩১ উইকেট)।
আবেগঘন সাউদি বলেছেন, ‘দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এখন সরে আসার সঠিক সময়। টেস্ট ক্রিকেট বরাবরই আমার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে থাকবে। আর তাই যাদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলাম। তাদের বিরুদ্ধেই শেষ টেস্ট খেলাটা একটা বিশেষ অনুভূতি।’
দেশকে ১৪ টেস্ট নেতৃত্ব দিয়েছেন সাউদি। জিতেছেন ছয় ম্যাচ। হার ছয় ম্যাচে। ড্র হয়েছে দুটি। তিন ঘরানার ক্রিকেটেই দেশের হয়ে চুটিয়ে খেলেছেন তিনি। টেস্টে ৩৮৫ উইকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন ২০০ উইকেট। আর টি২০ ক্রিকেটে নিয়েছেন ১০০ উইকেট।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২৮ নভেম্বর। নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান জানিয়েছেন টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আছে। সেই সিরিজে একটি ম্যাচ খেলবেন সাউদি। সেই ম্যাচের তাঁকে দেওয়া হবে সংবর্ধনা।
