আজকাল ওয়েবডেস্ক: উসেইন বোল্টের রেকর্ড কি এবার ভেঙে যাবে? উঠে গেল প্রশ্ন। যার নেপথ্যে নাইজেরিয়ায় জন্ম ব্রিটিশ স্প্রিন্টার ডিভাইন আইহেমে। বড় মঞ্চ নেওয়ার জন্য তৈরি এই তরুণ অ্যাথলিট। ইতিমধ্যেই ট্র্যাকে বিদ্যুৎগতি দিয়ে সকলের নজর কেড়েছেন। এবার বোল্টকে সিংহাসনচ্যুত করতে তৈরি হচ্ছেন ১৪ বছরের তরুণ। লি ভ্যালি অ্যাথলেটিক্স সেন্টারে নতুন রেকর্ড করেন ডিভাইন। ১০.৩০ সেকেন্ডে শেষ করেন ১০০ মিটার দৌড়। ভাঙেন জামাইকান স্পিডস্টার শচীন ডেনিসের রেকর্ড। তিনি ১০.৫১ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। দু'বছর আগে ১২ বছর বয়সে ১০০ মিটার রেস শেষ করতে ১১.৩ সেকেন্ড সময় নেন তিনি। কিন্তু গত দুই বছরে দারুণ উন্নতি করেন। বয়সভিত্তিক ১০০ মিটারে এবার নতুন বিশ্বরেকর্ড গড়লেন ডিভাইন।
এইভাবে এগিয়ে যেতে পারলে উসেইন বোল্টের রেকর্ড ভাঙার হাতছানি থাকবে। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ের রেকর্ড রয়েছে তারকা অ্যাথলিটের। তবে ১০০ মিটারে সাড়া ফেলা একমাত্র তরুণ তারকা নন ডিভাইন। এই তালিকায় রয়েছেন ১৬ বছরের অস্ট্রেলিয়ান গাউট গাউট। কয়েকদিন আগে কুইন্সল্যান্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০.২৯ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। আগামী বছরগুলোতে ১০০ মিটারে ঝড় তুলতে পারে এই দুই তরুণ। শীর্ষস্থান দখলের লড়াই হবে দু'জনের মধ্যে। ঠিক যেমন বিশ্বফুটবলে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে চিরকালীন লড়াই অব্যাহত। ডিভাইনের মতো গাউটের সঙ্গেও বোল্টের তুলনা টানা শুরু হয়ে গিয়েছে। দুই তরুণের আবির্ভাবে কি সঙ্কটে বোল্টের রেকর্ড?
