আজকাল ওয়েবডেস্ক: রেললাইনে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। মৃত রঞ্জন বিশ্বাস (২৩) মালদার গাজলের বাসিন্দা। শনিবার সকালে বাড়ির কাছেই রেললাইনের উপর বসে কানে ইয়ারফোনের সাহায্যে গান শুনছিলেন তিনি। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া এলাকায়‌। 

মৃত রঞ্জন একজন কলেজ পড়ুয়া ছিলেন। গাজলের আকন্দা এলাকায় বাড়ি। তাঁর বাবা পেশায় একজন ভ্যানচালক। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় রঞ্জন লেখাপড়ার সঙ্গে স্থানীয় একটি দোকানেও কাজ করতেন। তাঁর অভ্যাস ছিল সকালে উঠে হাঁটতে বেরনোর। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেও তিনি হাঁটতে বেরিয়েছিলেন। তাঁর বাড়ির কাছ দিয়েই গিয়েছে রেললাইন (railway track)। হেঁটে আসার পর রেললাইনের উপর বসে রঞ্জন মোবাইলে ফোনে গান চালিয়ে ইয়ারফোন কানে লাগিয়ে শুনছিলেন। ওইসময় শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস ওই লাইন দিয়ে আসছিল। কানে ইয়ারফোন থাকায় রঞ্জন গাড়ির আওয়াজ শুনতে পাননি। গাড়ি পেছন থেকে এসে তাঁকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনি। প্রাণ হারান ঘটনাস্থলেই। রেল পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

কানে ইয়ারফোন গুজে রেললাইন পার হতে গিয়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় আগেও একাধিকবার ট্রেনের ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রেলের তরফে এবিষয়ে বারবার সতর্ক করলেও এখনও অনেকেরই হুঁশ ফেরেনি।