আজকাল ওয়েবডেস্ক: ফুটবল থেকে শীঘ্রই সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল ছাড়ার পরে তিনি আর ফুটবলে নিয়ে পড়ে থাকবেন না। পরিবারের সঙ্গে সময় কাটাবেন রোনাল্ডো। অন্য়ান্য শখ নিয়ে ব্যস্ত থাকবেন। 

পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন, ''খুব তাড়াতাড়িই অবসর নেব। সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই হবে। হয়তো কেঁদেও ফেলব। তবে আমি নিজের ভবিষ্যৎ আগেই ভেবে রেখেছি। তাই এই চাপ সামলানো যাবে বলেই মনে করি।'' 

বছর চল্লিশের রোনাল্ডো তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেন পর্তুগালের স্পোর্টিংয়ে। এখন আল নাসেরের জার্সি পরে খেলছেন।  ২০২৭ সালের জুন পর্যন্ তাঁর চুক্তি। ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে চান রোনাল্ডো। 
রোনাল্ডো বলেন, ''গোল করার উত্তেজনার সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। তবে অবসরের পরে আমি নিজের জন্য কিছু সময় রাখতে চাই। পরিবারকে সময় দিতে চাই। আরও বেশি ফ্যামিলি-ম্যান হতে চাই।'' 

এদিকে, এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রথম কোনও ভারতীয় ক্লাবের বিরুদ্ধে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে  পর্তুগিজ সুপারস্টারের। 
আল নাসেরের হয়ে গোয়ায় খেলতে আসেননি রোনাল্ডো। কিন্তু রিয়াধে হোম ম্যাচে তিনি খেলতে পারেন। বুধবার রাতে এসিএল ২–র গ্রুপ পর্বের ম্যাচে আল নাসের এর বিরুদ্ধে নামবেন সন্দেশ ঝিঙ্ঘানরা। রিটার্ন লেগের সেই ম্যাচে আল নাসেরের স্কোয়াডে রাখা হয়েছে রোনাল্ডোকে। এখন প্রশ্ন তাঁকে কি প্রথম থেকেই খেলাবে আল নাসের। সময় এর উত্তর দেবে।