আজকাল ওয়েবডেস্ক: তুরস্কের দক্ষিণ–পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছে দাবানল। ওই অঞ্চলের অন্তত পাঁচ জন দাবানলে মারা গেছেন। আহত প্রায় ৫০। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশের
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সে এক পোস্টে লিখেছেন, ‘দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছেন এবং ৪৪ জন আহত হয়েছেন।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবিতে দেখা গেছে রাতের অন্ধকারে বিশাল আকারের অগ্নিকুণ্ড জ্বলছে। কালো ধোঁয়ার ভরে গেছে এলাকা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী দল ও ৩৫ টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বৃহস্পতিবার সন্ধেয় দিয়াবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত পাঁচটি গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। দিয়ারবাকিরের তিন জন ও মারদিনের দু’জন মারা যান।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সে এক পোস্টে লিখেছেন, ‘দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছেন এবং ৪৪ জন আহত হয়েছেন।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবিতে দেখা গেছে রাতের অন্ধকারে বিশাল আকারের অগ্নিকুণ্ড জ্বলছে। কালো ধোঁয়ার ভরে গেছে এলাকা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী দল ও ৩৫ টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বৃহস্পতিবার সন্ধেয় দিয়াবাকিরের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। জোরালো বাতাসের কারণে তা দ্রুত পাঁচটি গ্রামে ছড়িয়ে পড়ে দাবানলের আকার ধারণ করে। দিয়ারবাকিরের তিন জন ও মারদিনের দু’জন মারা যান।
