আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় এ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারত এ দলে জায়গা হল না বিরাট কোহলি ও রোহিত শর্মার। সরাসরি তাঁরা ওয়ানডেতে খেলবেন। 

ভারত এ দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। রুতুরাজ গায়কোয়াড় তাঁর ডেপুটি। 

চলতি মাসের ১৩ থেকে ১৯ পর্যন্ত চলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা এ দলের মধ্যে সিরিজ। তবে আসল সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলেছিলেন দুই মহাতারকা। রোহিত শর্মা প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ান। তৃতীয় ম্যাচে শতরান করেন হিটম্যান। সেই ম্যাচে বিরাট কোহলিও রানে ফেরেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে রোহিত ও কোহলিকে ম্যাচ প্র্যাকটিস দেওয়ার জন্য ভাবা হয়েছিল এ দলে তাঁদের রাখা হবে। কিন্তু দল নির্বাচনের পরে দেখা গেল তাঁদের রাখা হয়নি। নির্বাচকরা সরাসরি রোহিত ও বিরাটের সঙ্গে  কথা বলেছিলেন কিনা সেই ব্যাপারটা পরিষ্কার নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মূল ওয়ানডেতে তাঁদের খেলার সম্ভাবনা বেশি। কিন্তু তার পরে কী হবে, কেউ জানেন না।  

ভারতের এ দল- তিলক ভার্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিষান, আয়ুষ বাদোনি, নিশান্ত সিধু, ভিপরাজ নিগম, মানব সুথর, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, প্রভসিমরন সিং।