আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণ আপাতত ‘‌উষ্ণ’‌ই থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং–সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা। জানা গেছে, বাংলাদেশ ও সংলগ্ন উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গেই আরব সাগরে নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর–পশ্চিম ভারতে ঢুকবে। তার প্রভাবেই বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা। কিন্তু দক্ষিণে সকাল ও সন্ধেয় শীতের আমেজ থাকবে। তবে তা কনকনে নয়। 
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। জানুয়ারির প্রথম সপ্তাহে আরও বাড়তে পারে তাপমাত্রা। জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় ২–৪ ডিগ্রি উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকছে। শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালে জারি থাকবে কুয়াশার দাপট। তাপমাত্রাও প্রায় একইরকম থাকবে।