আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের আইপিএল জয়ী দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল নাবালক থেকে সাবালক হয়েছে ২০২৫-এ। আর বিরাট কোহলিরও স্বপ্ন পূরণ হয়েছে আইপিএলের আঠেরোয় এসে। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরই একটা খবর আকাশবাতাসে ভাসছিল। তখন তা জল্পনা হিসেবেই ছিল। কিন্তু বুধবার যা জানা গেল, তাতে মনে হচ্ছে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। বিক্রি হয়ে যাচ্ছে বিরাট কোহলির আরসিবি। ২০২৬ সালের আইপিএল-এর বল গড়ানোর আগেই আরসিবি বিক্রি করে দেওয়ার খবর শোনা যাচ্ছে। আরসিবি-র মালিক গ্রেট ব্রিটেনের একটি সংস্থা। লাভের পরিমাণ কম হওয়ায় তারা চাইছে না দল ধরে রাখতে।
এর আগে আচমকাই খবর ভেসে উঠেছিল। শোনা গিয়েছিল পেরেন্ট কোম্পানি ডিয়াজিওর আরসিবির পুরুষ ও মহিলা দল বিক্রি করে দেবে। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন, আরসিবির জয়ের ফায়দা তুলতে চাইছে কোম্পানি। ইউনাইটেড স্পিরিটস গুজব বলে বিষয়টাকে উড়িয়ে দিয়েছিল। তাদের তরফ থেকে জানানো হয়েছিল, মিডিয়া রিপোর্টের ভিত্তিতে আপনারা কোম্পানির থেকে জানতে চেয়েছিলেন, আরসিবির শেয়ার বাজারে ছাড়া হচ্ছে কিনা। কোম্পানি জানাতে চায় যে, মিডিয়া রিপোর্ট ভিত্তিহীন। এরকম কোনও আলোচনা হয়নি।' বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং বিএসই নজরদারি বিভাগকে এমনই জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। কিন্তু বুধবার জানা যায় আরসিবি বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৩১ মার্চ, ২০২৬ সালের আগেই বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে। নতুন মালিকও পাওয়া যাবে আগামী বছরের আইপিএলের আগে।
আরসিবি কিনতে আগ্রহ প্রকাশ করেছে ছ’টি সংস্থা। মার্কিন মুলুকের দুটি সংস্থাও ইচ্ছাপ্রকাশ করেছে। শেষমেশ কারা আরসিবি কেনে সেটাই এখন দেখার।
