আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রেম নিয়ে চর্চা হয় এখনও। কোহলি সেঞ্চুরি করলে, ম্যাচ জিতলে, আইপিএল খেতাব ঘরে তুললে অনুষ্কা শর্মাকে চুম্বন ছোড়েন। অনুষ্কাও গ্যালারি থেকে কোহলির উদ্দেশে চুমু ছুড়তে থাকেন।
অনুষ্কা ও বিরাটের সম্পর্কের মধ্যেও দূরত্ব তৈরি হয়েছিল। দুই তারকার সম্পর্কের বরফ জমাট বেঁধেছিল। আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই বরফ গলেও গিয়েছিল। এখন তাঁর সুখে ঘরকন্না করছেন।
দুই জগতের দুই তারকার মধ্যে একসময়ে সম্পর্কের চড়াই-উৎরাই হয়েছিল, তা অবশ্য নির্দিষ্ট করে কোনও সংবাদ মাধ্যম প্রকাশ করেনি। কোনও প্রতিবেদনেও হাইলাইট করা হয়নি। এমনকী কোহলি বা অনুষ্কা নিজেদের লাভ লাইফ নিয়ে কখনও মুখ খোলেননি। বলিউডের হাঁড়ির খবর রাখা কয়েকটি সংবাজদমাধ্যমে জল্পনা হিসেবে লেখা হয়েছিল, বিরাট ও অনুষ্কার মধ্যে ব্রেক আপ হয়েছিল। কারণ বিরাট চাইতেন না অনুষ্কা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করুন। সেই সময়ে অনুষ্কা 'সুলতান' ছবিতে কাজ করছিলেন। তাঁর হাতে আগামীদিনে আরও কয়েকটি কাজ ছিল। কেরিয়ারের মধ্যগগনে ছিলেন বলিউড অভিনেত্রী। অনুশ্কাও তাঁর কেরিয়ার ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। এটাই ছিল আসল কারণ। সে সব অবশ্য চুকে বুকে গিয়েছে। বিরাট নিজের থেকেও হয়তো বেশি ভালবাসেন অনুষ্কাকে। অভিনেত্রীও তাই। মিয়াঁ বিবি যদি রাজি থাকেন..তাহলে আর কী!
