আজকাল ওয়েবডেস্ক: আকাশ মেঘলা থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বৃষ্টি ম্যাচে বিলম্ব ঘটাবে না। বুধবার ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত–নিউজিল্যান্ড। আকুওয়েদারের রিপোর্ট বলছে, দুপুরে তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ৮৬ শতাংশ। রাতের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ১৮ শতাংশ। বাইশ গজ থাকবে ব্যালান্সড। অর্থাৎ ব্যাটসম্যান থেকে বোলাররা সুবিধা পাবেন। বিশেষত পেসাররা। ওয়াংখেড়েতে সাধারণত পেসাররাই সুবিদা পেয়ে থাকেন। পরিসংখ্যান বলছে, ওয়াংখেড়েতে পেসাররাই তুলে নিয়েছেন ৮৩ শতাংস উইকেট। প্রথমে ব্যাট করা দলের ক্ষেত্রে গড় রান এখানে ৩১৮। সন্ধের দিকে বল মুভ করার সম্ভাবনা অনেকটাই। তাই যে দল টস জিতবে, তারা প্রথমে ব্যাট করে নিতে চাইবে।
