আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের সহকারী এবার যোগ দিলেন নিউজিল্যান্ড দলে। গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই টেস্টের প্রস্তুতির জন্য টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সাহায্য নিচ্ছেন কেন উইলিয়ামসনরা। এমনকী ভারতের মাটিতে আফগানিস্তানের স্পিন বোলিং সামলাতে সাহায্য নেওয়া হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রঙ্গনা হেরাথের।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর থেকে গ্রেটার নয়ডায় একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এটাই আফগানদের হোম গ্রাউন্ড। দল আসার কিছুদিন আগেই ভারতে চলে আসেন রাচিন রবীন্দ্র। চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমিতে প্রস্তুতিও নিয়েছেন তিনি। এই প্রথম দুই দেশ মুখোমুখি হচ্ছে টেস্টে। কিউয়িরা কিন্তু বেশ সতর্ক আফগানিস্তানকে নিয়ে। আর তাই ভারতের মাটিতে আফগানিস্তানের বোলিং আক্রমণ সামলানোর জন্য নিউজিল্যান্ড সাহায্য নিচ্ছে রাঠোরের। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড। এমনকী সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজেও রাঠোরের সাহায্য নিতে পারে নিউজিল্যান্ড। যদিও রাঠোরের সঙ্গে চুক্তি শুধু আফগানিস্তান টেস্ট অবধিই। আর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ পর্যন্ত নিউজিল্যান্ড দলের সহকারী কোচ হিসাবে কাজ করবেন হেরাথ।
