আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সকালে ফের বুমরা ম্যাজিক। তা সত্ত্বেও ভারতের প্রথম ইনিংসের রান টপকে গেল অস্ট্রেলিয়া।


এডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারতের ১৮০ রানের জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল এক উইকেটে ৮৬। আউট হয়েছিলেন উসমান খোওয়াজা। ছিলেন বুমরার শিকার। দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল লাবুশেন ও ম্যাকসুইনির। কিন্তু এদিন দলীয় মাত্র ৫ রান যোগ হতে না হতেই ম্যাকসুইনিকে (‌৩৯)‌ ফেরান বুমরা। উইকেটের পিছনে ক্যাচ নেন পন্থ। দ্রুত ফেরেন স্টিভ স্মিথও (‌২)‌। তিনিও বুমরার শিকার। এক্ষেত্রে লেগস্টাম্পের বাইরের বলে খোঁচা দেন স্মিথ। ক্যাচ নেন পন্থ। দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন লাবুশেন ও ট্রাভিস হেড। পারথ টেস্টে ডাহা ফেল করলেও এডিলেডে এদিন অর্ধশতরান করেন লাবুশেন (‌৬৪)‌। তিনি যশস্বী জয়সোয়ালের দুরন্ত ক্যাচে ফেরেন। বোলার ছিলেন নীতীশ কুমার রেড্ডি। তবে জমাট লাগছে ট্রাভিস হেডকে। দ্রুত অর্ধশতরান করে ফেলেছেন তিনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনের বিরতিতে তিনি অপরাজিত আছেন ৫৩ রানে। সঙ্গে রয়েছেন মিচেল মার্শ (‌২)‌। তবে অশ্বিনের বলে এলবিডবলিউ ছিলেন তিনি। আম্পায়ার নট আউট দেন। ভারত ডিআরএস নিলেও সিদ্ধান্ত বদলায়নি। যদিও রিপ্লেতে পরিস্কার ছিল যে বল আগে প্যাডে লেগেছে, তারপর ব্যাটে। 


আপাতত অস্ট্রেলিয়ার রান ১৯১/‌৪। এগিয়ে ১১ রানে। যত দ্রুত অসিদের অলআউট করাই লক্ষ্য রোহিত বাহিনীর। কাঁটা এক জনই। ট্রাভিস হেড। ইতিমধ্যেই দুটি ছয় মেরেছেন হেড। লিড যত বাড়বে, দ্বিতীয় ইনিংসে চাপ তত বাড়বে ভারতের। কারণ প্রথম ইনিংসে ভারত তুলেছিল মাত্র ১৮০। টস জিতলেও বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া।