আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে সে দেশের নাগরিকদের মধ্যে। ছড়িয়ে পড়ছে সরকারবিরোধী বিক্ষোভ। প্যালেস্তাইনের গাজায় আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলের ক্রমাগত ক্রমগাত নিন্দা, উদ্বেগ ও চাপের মধ্যে ফের রাস্তায় নেমেছেন ইজরায়েলিরা। অবিলম্বে যুদ্ধবিরতি, পণবন্দি নাগরিকদের ফিরিয়ে আনা, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে পশ্চিম জেরুজালেমে চলছে আন্দোলন। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অন্তত আট জনকে।
সোমবার রাতে জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। অবিলম্বে নির্বাচন সহ নানা দাবি নিয়ে রাস্তায় নামেন ১০ হাজারের বেশি মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন বিক্ষোভকারী আহত হন।
সরকার বিরোধীরা সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন শহরে মিছিল সমাবেশ করছেন আন্দোলনকারীরা। তাদের হাতে রয়েছে ‘অবিলম্বে যুদ্ধবিরতি চাই’, ‘নেতানিয়াহু পদত্যাগ করুন’, ‘পণবন্দিদের ফিরিয়ে আনুন’ সহ নানা দাবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার। ধীরে ধীরে বিক্ষোভ পুরো ইজরায়েলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সোমবার রাতে জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। অবিলম্বে নির্বাচন সহ নানা দাবি নিয়ে রাস্তায় নামেন ১০ হাজারের বেশি মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন বিক্ষোভকারী আহত হন।
সরকার বিরোধীরা সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন শহরে মিছিল সমাবেশ করছেন আন্দোলনকারীরা। তাদের হাতে রয়েছে ‘অবিলম্বে যুদ্ধবিরতি চাই’, ‘নেতানিয়াহু পদত্যাগ করুন’, ‘পণবন্দিদের ফিরিয়ে আনুন’ সহ নানা দাবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার। ধীরে ধীরে বিক্ষোভ পুরো ইজরায়েলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
