আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে গেল ভারত। শ্রীলঙ্কায় তিনটি টি২০ ও সমসংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এই সিরিজ থেকেই ভারতের হেড কোচের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। মুম্বই বিমানবন্দর থেকে এদিন ভারতীয় দল উড়ে গেল শ্রীলঙ্কায়। বিমানবন্দরে হার্দিকের সঙ্গে কথা বলতে দেখা যায় দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে।



সোমবার সাংবাদিক বৈঠকের পর দল নিয়ে শ্রীলঙ্কা উড়ে যান হার্দিক। এই সিরিজ থেকেই ভারতের টি২০ দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপে হার্দিক ছিলেন সহ অধিনায়ক। তাই অনেকেই মনে করেছিলেন হয়ত হার্দিককেই টি২০ দলের নতুন অধিনায়ক করা হবে। কারণ রোহিত টি২০ থেকে অবসর নিয়েছেন। কিন্তু নির্বাচকরা নতুন অধিনায়ক হিসেবে সূর্যকে বেছে নিয়েছেন। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় একদিনের হোক বা টি২০–পূর্ণশক্তির দল পাঠাচ্ছে ভারত। কারণ গম্ভীরের নজর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। এই সিরিজের পর টিম ইন্ডিয়া ১০ টি টেস্ট খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর মাত্র তিনটি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত।