আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই বিহার বিধানসভা নির্বাচন। তার আগে ফের ভোট চুরি নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 


বাংলায় এসআইআর নিয়ে রীতিমতো মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। তার আগেই গত বছর হয়ে যাওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে দিলেন রাহুল। সাংবাদিক সম্মেলনে রীতিমতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে রাহুল দেখিয়ে দিলেন, কীভাবে হাজার হাজার ভোট চুরি হয়েছে।


প্রসঙ্গত, গত হরিয়ানা বিধানসভার ভোটে ৪৮ আসন পেয়েছি বিজেপি। যেখানে ম্যাজিক ফিগার ৪৬। রাহুল প্রমাণ দিয়ে জানালেন, ‘‌উত্তরপ্রদেশের ভোটার ভোট দিয়ে গিয়েছে হরিয়ানা বিধানসভায়। এরকম হাজার হাজার হয়েছে। নির্বাচন কমিশন সব জানে।’‌


রাহুলের কথায়, হরিয়ানায় পাঁচ লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। রীতিমতো ভোটার লিস্টের ছবি দিয়ে রাহুল বললেন, ‘‌এই ভোট চুরির জন্যই কংগ্রেসকে হরিয়ানায় হারতে হয়েছে। আর তা ধরা পড়ে গেছে। শুধু তাই নয়, ভোট চুরি হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশেও। সেই চুরিও ধরা পড়েছে।’‌ এরপরই রাহুলের অভিযোগ, ‘‌বিজেপি ভোট চুরি করছে। হরিয়ানায় ভোটার লিস্টে বড়সড় গোলমাল ধরা পড়েছে।’‌ রাহুলের দাবি, সব রাজ্যেই এই কাজ করছে বিজেপি।


রাহুলের আফশোস, ‘‌এর ফলে গোটা দেশে জেড জেন এর ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।’‌ এরপরেই রাহুল জানান, ‘‌অনেক অভিযোগ জমা পড়েছে হরিয়ানায় ভোটের সময়। হাজার হাজার অভিযোগ। নকল ছবি, নকল নাম, একই ব্যক্তির ছবি একাধিক জায়গায়।’‌


রাহুল তো রীতিমতো অবাক, যে উত্তরপ্রদেশের ভোটাররা কীভাবে হরিয়ানা নির্বাচনে ভোট দিতে পারেন!‌ কংগ্রেস সাংসদ আরও অবাক এটা জেনে যে নির্বাচন কমিশন সব জেনেও চুপ। রাহুলের কথায়, ‘‌বিজেপির সুবিধা করে দিচ্ছে কমিশন। কমিশন চাইলেই এরকম ভোট বন্ধ করতে পারে। কেন করছে না বুঝে নিন।’‌ 

এরপরই রাহুল অভিযোগ করেন, হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিভিন্ন নামে ২২ বার ভোট দিয়েছেন ব্রাজিলিয়ান মডেল। কখনও সরস্বতী নামে ভোট দিয়েছেন। কখনও ভোট দিয়েছেন সীমা নামে। কখনও তাঁর আবার নাম হয়ে গিয়েছে সীমা। এমনই বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় ১০টি বুথে মোট ২২ বার ভোট দিয়েছেন ওই মহিলা। তাঁর নামও জানান রাহুল। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, যে কায়দায় একজন ব্রাজিলিয়ান মহিলা হরিয়ানায় ২২ বার ভোট দিয়েছেন, তা থেকে বোঝা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের ফলাফলের কারচুপি করতে ‘কেন্দ্রীভূত অপারেশন’ চালানো হয়েছে। রাহুল কটাক্ষ করে আরও বলেন, ওই মহিলা কোথাকার বলতে পারলে তিনি পুরস্কৃত করবেন। এরপর রাহুল নিজেই জানিয়ে দেন, ওই মহিলা ব্রাজিলের মডেল।