৫০০ বছর। হ্যাঁ, এই লম্বা সময়কে এক সুতোয় গাঁথলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শ্রীচৈতন্যদেবের জীবনের উপর আধারিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'র প্রথম ঝলক প্রকাশ্যে এল রাস পূর্ণিমার দিন। আর সেই প্রথম ঝলকেই তিনটি সময়কালের টুকরো ছবি ধরা পড়ল।
নিমাই তথা শ্রীচৈতন্যদেব হিসেবে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির টিজারে দেখা মিলল দিব্যজ্যোতি দত্তের। ঝলকে ফুটে উঠেছে নটী বিনোদিনীর করা চৈতন্যলীলার টুকরো ছবিও। চৈতন্যলীলা মঞ্চস্থ হওয়ার আগে আয়োজকদের মধ্যেই প্রশ্ন উঠতে দেখা যায়, 'এত বছর বাদে নিমাই সন্ন্যাসীর শেষ জীবনের কাঁদাকাটা দেখতে আসবে?' কিন্তু তাও সেই পালা মঞ্চস্থ হয়, আর বাকিটা... ইতিহাস! বিনোদিনী তথা শুভশ্রী গঙ্গোপাধ্যায় অল্প সময়েই নজর কাড়েন ঝলকে।
যে চৈতন্যদেবের মূর্তি স্বর্গদ্বারে রয়েছে কেন তাঁর বাড়ি এখনও 'হেরিটেজ সাইট' হিসেবে ঘোষিত হয়নি, কীভাবেই বা তাঁর অন্তর্ধান ঘটেছিল সেই সমস্ত প্রশ্নই বিচ্ছিন্ন ভাবে উঠে এল সৃজিত মুখোপাধ্যায়ের ছবির ঝলকে। একই সঙ্গে টিজারের শেষ ভাগে দেখা যাচ্ছে দিব্যজ্যোতি ওরফে চৈতন্যদেব হেঁটে চলেছেন সমুদ্রের দিকে। চৈতন্য অন্তর্ধানের অন্যতম যে থিওরি পাওয়া যায়, মহাপ্রভু নাকি সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন সেটাকেই কি মান্যতা দেবে এই ছবি, নাকি থাকবে অন্য কোনও চমকও? এই প্রশ্নের জবাব সময়ই দেবে। তবে ৫০০ বছরের এই সময়কাল জুড়ে মহাপ্রভুকে নিয়ে যে তথ্য পাওয়া যায়, যে রহস্য সমাধান হয়নি সেই 'জিগ্ জ় পাজ়ল' সমাধানের চেষ্টা করবেন এই যুগের পরিচালক 'রাই' সেই ইঙ্গিত মিলল 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির প্রথম ঝলক থেকে। পরিচালক 'রাই' -এর ভূমিকায় ধরা দেবেন ইশা সাহা। তাঁর ছবিতে চৈতন্যদেবের চরিত্রে অভিনয় করবেন যে অভিনেতা, অর্থাৎ পার্থসারথির চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনকে। তবে তাঁর ঝলক কিন্তু দেখা গেল না টিজারে।
'লহ গৌরাঙ্গের নাম রে' -এর ঝলকে যেখানে ছবির গুরুত্বপূর্ণ কলাকুশলীদের সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সেই দৃশ্য, বা নিমাই যখন তাঁর বাড়ির দিকে হেঁটে আসছে সেটা দর্শকদের 'জাতিস্মর' ছবির কথা মনে করিয়ে দিল যে সেটা বলাই যায়।
চলতি বছরের বড়দিনের ছুটিতে মুক্তি পাচ্ছে 'লহ গৌরাঙ্গের নাম রে'। পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়ের, এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া যৌথভাবে রয়েছে এই ছবির প্রযোজনার দায়িত্বে। মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু, যিশু সেনগুপ্ত দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, প্রমুখ। ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলা এই ছবিতে ইতিহাস, লোককথা যে মিলেমিশে একাকার হয়ে যাবে তার কিছুটা ইঙ্গিত দিল 'লহ গৌরাঙ্গের নাম রে'র প্রথম ঝলক।
