আজকাল ওয়েবডেস্ক: কলম্বোয় কেনাকাটা করতে ব্যস্ত রোহিত শর্মারা। একদিনের সিরিজে এই মুহূর্তে ভারত ০–১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার শেষ ম্যাচ। জিতলে ফিরবে সমতা। আর হারলে সিরিজ গেল।
এই পরিস্থিতিতে কলম্বোয় এক শপিং মলে দেখতে পাওয়া গেল রোহিতদের। এটা ঘটনা সুযোগ পেলেই বিদেশ সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা ঘুরতে কিংবা শপিং করতে বেরিয়ে পড়েন। খাওয়া–দাওয়া, জমিয়ে কেনাকাটা থাকে তালিকায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শ্রীলঙ্কায় গিয়ে একদিনের সিরিজের ফাঁকে সময় পেতেই রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দররা গেলেন কলম্বোর এক শপিং মলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে রোহিত–শ্রেয়সদের সঙ্গে শপিং মলে গিয়েছেন সহকারী কোচ অভিষেক নায়ারও। ভাইরাল ভিডিওয় দেখা গেছে, রোহিত–শ্রেয়স–সুন্দররা চলমান সিঁড়ি দিয়ে নামছেন। রোহিত শর্মার হাতে একটি শপিং ব্যাগও ছিল। এই ভিডিওটি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তৃতীয় ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অনুশীলনের কিছু ভিডিও। একটি ভিডিওয় দেখা গিয়েছে, টিম বাস থেকে নামছেন রোহিত শর্মা। আর একটি ভিডিওয় দেখা গেছে ব্যাট এবং অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাঠে ঢুকছেন বিরাট কোহলি।
এই পরিস্থিতিতে কলম্বোয় এক শপিং মলে দেখতে পাওয়া গেল রোহিতদের। এটা ঘটনা সুযোগ পেলেই বিদেশ সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটাররা ঘুরতে কিংবা শপিং করতে বেরিয়ে পড়েন। খাওয়া–দাওয়া, জমিয়ে কেনাকাটা থাকে তালিকায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শ্রীলঙ্কায় গিয়ে একদিনের সিরিজের ফাঁকে সময় পেতেই রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দররা গেলেন কলম্বোর এক শপিং মলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে রোহিত–শ্রেয়সদের সঙ্গে শপিং মলে গিয়েছেন সহকারী কোচ অভিষেক নায়ারও। ভাইরাল ভিডিওয় দেখা গেছে, রোহিত–শ্রেয়স–সুন্দররা চলমান সিঁড়ি দিয়ে নামছেন। রোহিত শর্মার হাতে একটি শপিং ব্যাগও ছিল। এই ভিডিওটি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তৃতীয় ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অনুশীলনের কিছু ভিডিও। একটি ভিডিওয় দেখা গিয়েছে, টিম বাস থেকে নামছেন রোহিত শর্মা। আর একটি ভিডিওয় দেখা গেছে ব্যাট এবং অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাঠে ঢুকছেন বিরাট কোহলি।
