আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক দিবসের দিন তিন স্কুলছাত্রীকে মারধর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকায়। জানা গিয়েছে প্রসাদপুর ভাগ্যধর বিদ্যা নিকেতনের তিন ছাত্রীকে রাস্তায় হেনস্থা করা ছাড়াও মারধর করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্কুল সূত্রে জানা যায়, এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানের পর ছাত্রীরা যখন বাড়ি ফিরছিল তখন তাদের রাস্তায় ধরে প্রথমে হেনস্থা এবং প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আতঙ্কিত পড়ুয়ারা স্কুলে ফিরে আসে এবং ঘটনার কথা তাদের প্রধান শিক্ষককে জানায়।
অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হন। তৈরি হয় উত্তেজনা। খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনা শুনে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ ঢালি জানিয়েছেন, দু’জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
