আজকাল ওয়েবডেস্ক:‌ ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারি। শুক্রবার তামিলনাড়ু থেকে এক ইডি আধিকারিককে গ্রেপ্তার করেছে রাজ্য ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি–কোরাপশন বিভাগ। অভিযোগ, এক সরকারি কর্মীর থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন ওই ইডি আধিকারিক। আগামী ১৫ ডিসেম্বর অবধি বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ইডি আধিকারিককে। অন্যদিকে, ইডি আধিকারিকের গ্রেপ্তারির পরই পুলিশ ইডির মাদুরাই অফিসে হাজির হয় তল্লাশির জন্য। যা নিয়ে একপ্রস্থ নাটকও হয়। সূত্রের খবর, শুধু অঙ্কিত নন, মাদুরাই ও চেন্নাইয়ের আরও বেশ কয়েকজন ইডি আধিকারিক আর্থিক দুর্নীতিতে জড়িত। তাঁদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার কাজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ, ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারি বিভিন্ন ব্যক্তিদের ব্ল্যাকমেল করে ঘুষ নিতেন। ঘুষের টাকা বাকি ইডি আধিকারিকদের মধ্যেও ভাগ হত। অঙ্কিতের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে ঘুষের টাকা লেনদেনের প্রমাণ রয়েছে। 
প্রসঙ্গত, তামিলনাড়ুর দিন্দিগুলের এক সরকারি কর্মীর কাছ থেকে ৩ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন অঙ্কিত। পরে তা ৫১ লক্ষ টাকায় রফা হয়। ১ নভেম্বর ২০ লক্ষ টাকা দেন ওই সরকারি কর্মী। পাশাপাশি ওই সরকারি কর্মী দিন্দিগুলের ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি–কোরাপশন বিভাগে অভিযোগ জানান। এরপরই শুক্রবার, ঘুষের আরও ২০ লক্ষ টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় ওই ইডি আধিকারিক।