আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপে ভাল খেলার পুরস্কার। টি২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন সূর্যকুমার যাদব। আর জিম্বাবোয়ে সিরিজে ভাল খেলার পুরস্কার হিসেবে ছয় নম্বরে উঠে এলেন যশস্বী জয়সোয়াল।


ঋতুরাজ গায়কোয়াড় একধাপ নেমে ব্যাটসম্যানদের তালিকায় আট নম্বরে আছেন। জিম্বাবোয়ে সিরিজে ১৭০ রান করা শুভমান গিল ৩৬ ধাপ উঠে ৩৭ নম্বরে আছেন। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আর বোলারদের তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়। জিম্বাবোয়ে সিরিজে খেলেননি অক্ষর প্যাটেল। তিনি চার ধাপ নেমে ১৩ নম্বরে আছেন। মুকেশ কুমার আছেন ৪৬ নম্বরে। ওয়াশিংটন সুন্দর রয়েছেন ৭৩ নম্বরে। বোলারদের তালিকায় এক নম্বরে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের তালিকায় ভারতের হার্দিক পাণ্ডিয়া চার ধাপ নেমে ছয় নম্বরে আছেন। অক্ষর প্যাটেল আছেন ১৩ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা।