আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে জনসাধারণের প্রবেশের অনুমতি ছিল না। বাইরে থেকেই দেখতে হত। দেশের সাধারণ জন্য সুপ্রিম কোর্টের দরজা এ বার উন্মুক্ত! কেউ যদি শীর্ষ আদালতকে ভেতর থেকে দেখতে চান, তবে নির্ধারিত দিনে তা সম্ভব। 

একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়া বাকি দুই শনিবারে সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারেন। তবে জাতীয় ছুটি দিনে সেই সুবিধা পাওয়া যাবে না। সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য অনলাইনে অগ্রিম বুকিং করতে হবে।  সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চারটি অর্ধে 'সুপ্রিম কোর্ট ট্যুর' করা যাবে। 

আদালত প্রাঙ্গণ এবং ভবন ঘুরে দেখতে পাবেন সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টের ভেতর এমন জায়গায় যাওয়ার অনুমতি থাকবে সেই 'ট্যুর'-এ, যা অন্যান্য দিনে সাধারণ মানুষ যেতে পারেন না। প্রধান বিচারপতি কোথায় বসে মামলা শোনেন, তাঁর ঘর কোথায়— সবই দেখা যাবে।

১৯৫৪ সুপ্রিম কোর্টের শিলন্যাস করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ড. রাজেন্দ্র প্রসাদ। ১৯৫৮ সালে কাজ শেষ হয়। ২০১৮ সালের ৩ নভেম্বর থেকে শুরু হয় ‘সুপ্রিম কোর্ট টুর’। এখনও পর্যন্ত ২৯৬টি ‘ট্যুর’ পরিচালিত হয়েছে।