আজকাল ওয়েবডেস্ক:‌ সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। নারী সুরক্ষার জন্যই এই প্রকল্প। পড়াশুনা থেকে বিবাহ–ম্যাচুরিটির সময় একটা মোটা টাকা হাতে পাবেন নারীরা।
এই প্রকল্পের আওতায় আসতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১০। এক জনের নামে একটিই অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্ট খুলতে হবে পোস্ট অফিস বা ব্যাঙ্কে। অ্যাকাউন্ট খোলার সময় শিশুকন্যার জন্মের শংসাপত্র লাগবে। অ্যাকাউন্ট খোলার সময় লাগবে ন্যূনতম ২৫০ টাকা। তারপর থেকে ১০০ টাকা বা তার বেশি অ্যাকাউন্টে জমা করতে পারেন। মাথায় রাখতে হবে প্রতি আর্থিক বছরে অন্তত ২৫০ টাকা অ্যাকাউন্টে জমা করতেই হবে। সর্বোচ্চ দেড় লক্ষ টাকা অবধি জমা করতে পারেন এক আর্থিক বছরে। বার্ষিক সুদের হার ৮.‌৫ শতাংশ।



১৮ বছর বয়স হলে তবেই টাকা তুলতে পারবেন। পড়াশুনার জন্য খরচ করতে পারবেন ৫০ শতাংশ টাকা। বাকিটা অ্যাকাউন্টে জমা রাখতে হবে। অ্যাকাউন্ট ট্রান্সফারও করা যেতে পারে দরকারে। দেশের যে কোনও শহরে। মেয়ের বয়স ২১ হলেই ম্যাচুরিটির টাকা তুলতে পারবেন। যদি ২১ এর আগে মেয়ের বিয়ে হয় সেক্ষেত্রে আগেও টাকা তুলতে পারবেন।