আজকাল ওয়েবডেস্ক:‌ লিডস টেস্টে দুরন্ত শতরান করেছেন লোকেশ রাহুল। টেস্টে এটা তাঁর নবম শতরান। আর ঋষভ পন্থ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে একাধিক নজির গড়েছেন। আর তারপরেই দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।


সৌরভ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌দুর্দান্ত খেলল পন্থ। টেস্টের দুর্দান্ত ব্যাটসম্যান ঋষভ পন্থ। লোকেশ রাহুলও গুরুত্বপূর্ণ শতরান করল। দরকার ছিল। আশা করছি আগামীকাল জিতব যদি না বৃষ্টি ভেস্তে দেয়।’‌


তবে দিনটা এদিন পন্থের। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে নজির গড়লেন পন্থ। প্রথম ইনিংসে করেছিলেন ১৩৪। আর দ্বিতীয় ইনিংসে ১১৮। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে তিনি দ্বিতীয় উইকেটকিপার–ব্যাটার যিনি টেস্টের দুই ইনিংসেই শতরান করলেন। এই কৃতিত্ব আগে ছিল জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। যিনি ২০০১ সালে হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪২ ও অপরাজিত ১৯৯। আর এশিয়ার ব্যাটারদের মধ্যে তিনিই প্রথম টেস্টের দুই ইনিংসে করলেন শতরান। 


পন্থের এটা টেস্টে অষ্টম শতরান। পন্থ সপ্তম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্টের দুই ইনিংসে করলেন শতরান। আর ইংল্যান্ডে সৌরভের পর পন্থের ব্যাট থেকে এল দুই ইনিংসে শতরান। আর উইকেটকিপার–ব্যাটার হিসেবে ভারতীয়দের মধ্যে প্রথম। বিশ্বের প্রথম উইকেটকিপার হিসাবে ইংল্যান্ডে একই টেস্টে জোড়া শতরান করলেন তিনি।


লিডসে শতরান করার পরেই জো রুটকে এক ওভারে তিনটি চার ও একটি ছয় মারেন পন্থ। তারপর শোয়েব বশিরের বলে আউট হয়ে যান। পন্থ ও রাহুলের জন্যই দ্বিতীয় সেশনেও দাপট দেখাল ভারত। 


নজির গড়ে ফেলেছেন রাহুলও। ইংল্যান্ডে এটা রাহুলের তৃতীয় শতরান। আর ওপেনার হিসেবে দ্বিতীয়। তিনি টপকে গেলেন রাহুল দ্রাবিড়কে। ওপেনার রাহুল ইংল্যান্ডে একটি শতরান করেছিলেন। ইংল্যান্ডে ওপেনার হিসেবে চারটি শতরান করে শীর্ষে আছেন ভারতের সুনীল গাভাসকার ও রোহিত শর্মা।