আজকাল ওয়েবডেস্ক:‌ বার্মিংহ্যাম টেস্টেও শিঁকে ছিড়ল না কুলদীপ যাদবের। ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে খেলাচ্ছে ভারত। তাঁর ব্যাটের হাতটাও ভাল। এই যুক্তিতে খেলানো হল ওয়াশিংটনকে। ভাবা হল না বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবের কথা। 


টসের পর অধিনায়ক শুভমান গিল জানিয়ে গেলেন,‌ ‘‌কুলদীপ যাদবের খেলার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু ব্যাটিংটা আরও মজবুত করার জন্যই কুলদীপের জায়গা হল না। ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হল।’‌


প্রসঙ্গত, রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর অনেকেই ভেবেছিলেন হয়ত কুলদীপ এবার নিয়মিত টেস্টের একাদশে সুযোগ পাবেন। তা কিন্তু হচ্ছে না। ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে বিশেষজ্ঞ স্পিনার খেলানোই ভুলে গিয়েছে ভারত। টেস্টে একমাত্র স্পিনার হলে খেলানো হচ্ছে জাদেজাকে। আর দুই স্পিনার থাকলে সুযোগ মিলছে ওয়াশিংটনের।


একদিন আগেই প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘‌কুলদীপকে না খেলানোটা অন্যায় হবে। আট বছরে মাত্র ১৩ টেস্ট খেলেছে কুলদীপ। এতদিন অশ্বিনের জন্য সুযোগ পায়নি। এবার কিন্তু ওর সুযোগ প্রাপ্য।’‌


কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গম্ভীর–গিল জমানাতেও টেস্টে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না কুলদীপ। গম্ভীর স্পিনার অলরাউন্ডার খেলানোর পক্ষপাতী হওয়ায় সুযোগ পেয়ে যাচ্ছেন ওয়াশিংটন। 


এদিকে বুমরার বিশ্রামের পিছনে গিলের মত, ‘‌তৃতীয় টেস্ট লর্ডসে। সেখানে আশা করি বোলারদের জন্য কিছু থাকবে। তাই বুমরাকে ওই টেস্টে ব্যবহার করব।’‌