আজকাল ওয়েবডেস্ক: পাক ম্যাচে দুরন্ত শতরান। র্যাঙ্কিংয়ে একধাপ এগোলেন বিরাট। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় একধাপ উঠে বিরাট রয়েছেন পাঁচে। নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেলকে টপকেছেন বিরাট।
শীর্ষে রয়েছেন যথারীতি শুভমান গিল। দুইয়ে থাকা বাবর আজমের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়েছেন তিনি। তিন নম্বরে আছেন রোহিত শর্মা। চারে হেনরিখ ক্লাসেন। প্রথম দশে আর কোনও বদল নেই। ট্রাভিস হেড একধাপ নেমে রয়েছেন ১৩ নম্বরে।
প্রসঙ্গত, স্বপ্নের ফর্মে আছেন গিল। বাংলাদেশ ম্যাচে শতরানের পর পাকিস্তান ম্যাচে ৪৬ করেছিলেন গিল। যার ফলে আরও ২১ পয়েন্ট বেড়ে ৮১৭ রেটিং পয়েন্ট হল গিলের। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা বাবরের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান বেড়ে হল ৪৭। আর পাক ম্যাচে শতরান করে পাঁচে চলে এলেন বিরাট।
এদিকে, বোলারদের তালিকায় প্রথম পাঁচে আছেন কেশব মহারাজ ও ম্যাট হেনরি। আর অ্যাডাম জাম্পা উঠে এসেছেন দশ নম্বরে।
