আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে লোকেশ রাহুল, ঋষভ পন্থদের প্র‌ত্যাবর্তন হলেও জায়গা হয়নি শ্রেয়স আইয়ার, মহম্মদ সামির। 
অনেকেই মনে করেছিলেন সামি সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু প্রথম টেস্টের দলে তাঁকে নেওয়া হয়নি। আবার দলীপের প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ের পরেও ব্রাত্যই থেকে গিয়েছেন শ্রেয়স। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সামি চোট সারিয়ে উঠলেও এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। আর দলীপে রান পেলেও লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতার অভাবের জন্যই শ্রেয়সকে দলে নেওয়া হয়নি। ২০২৪ সালে জাতীয় দলের হয়ে ব্যাট হাতে সেভাবে সফলও নন শ্রেয়স। তাই তাঁকে ব্রাত্যই রাখলেন নির্বাচকরা।


তাছাড়া শ্রেয়সের ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। বোর্ডের সঙ্গে সমস্যার জেরে সেন্ট্রাল চুক্তি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। যদিও শ্রীলঙ্কা সফরে তিনি দলে ছিলেন। কিন্তু রান পাননি। আর টেস্ট দল নির্বাচনে মিডল অর্ডারে লড়াই ছিল রাহুল ও সরফরাজ খানের মধ্যে। রাহুলকে বেছে নিয়েছেন নির্বাচকরা।


সামির ব্যাপারটা একটু ভিন্ন। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সামিকে বাংলাদেশ সিরিজে ফেরানো হতে পারে। এখন যা পরিস্থিতি দ্বিতীয় টেস্টেও ফিরছেন না সামি। যা পরিস্থিতি বাংলার হয়ে রনজি ফেলে ফিটনেসের পরীক্ষা দিয়ে তিনি জাতীয় দলে ফিরবেন। যা শুরু হবে ১১ অক্টোবর থেকে।