আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে হার তো একেবারে দশ উইকেট। দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলেও একটি অনন্য নজির স্পর্শ করেছেন পাক অধিনায়ক শান মাসুদ। এশিয়া মহাদেশের টেস্ট খেলিয়ে দেশগুলোর অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করে শচীন, বিরাটদের সঙ্গে একাসনে বসে পড়েছেন মাসুদ।
কেপটাউনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাসুদ করেন ১৪৫। আর সঙ্গে সঙ্গেই শচীন, বিরাটদের সঙ্গে একাসনে বসে পড়েছেন তিনি। এর আগে ভারত অধিনায়ক শচীন তেন্ডুলকার ১৯৯৭ সালে কেপটাউনে ২৫৪ বলে ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ভারত ম্যাচটা ২৮২ রানে হেরে গিয়েছিল।
২০১৮ সালে ভারত অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরিয়ানে ২১৭ বলে ১৫৩ রান করেছিলেন। ইনিংসে ছিল ১৫টি চার। কিন্তু ভারত ম্যাচটা হেরে যায়। ২৮৭ রান তাড়া করতে গিয়ে ভারত শেষ হয়ে যায় ১৫১ রানে। লুঙ্গি এনগিডি নেন ৬ উইকেট।
আর ২০২৫ সালে শান মাসুদের ১৪৫ রানের ইনিংসে ছিল ১৭টি চার। যদিও পাকিস্তান ম্যাচটি দশ উইকেটে হেরেছে।
২০২১ সালে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ১২৮ বলে ১০৩ রান করেছিলেন। ইনিংসে ছিল ১৯টি চার। খেলা ছিল জোহানেসবার্গে। সেবারও দক্ষিণ আফ্রিকা দশ উইকেটে টেস্ট জিতেছিল।
মাসুদ এশিয়া উপমহাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওপেন করতে নেমে শতরান করলেন। আর সফরকারী দলের অধিনায়ক ও ওপেনার হিসেবে ষষ্ঠ।
