আজকাল ওয়েবডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে নোটিশ পাঠাল ইডি। সূত্রের খবর, ৩০ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে তাঁর। তবে শাহরুখ পত্নীকে এখনও তলব করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী লখনউয়ের রিয়েল এস্টেট সংস্থা তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী। অভিযোগ, এই সংস্থা গ্রাহক ও ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছে। তা প্রায় ৩০ কোটি টাকার। আর গৌরী খান এই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় ইডি নোটিশ পাঠিয়েছে তাঁকে। তবে এখনও তাঁকে তলব করা হয়নি। সূত্রের খবর, দ্রুত তলব করা হতে পারে শাহরুখ পত্নীকে। সূত্রের খবর, ইডি জানতে চায় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য ওই সংস্থা থেকে কত টাকা নিয়েছেন গৌরী খান। সেই কারণেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী লখনউয়ের রিয়েল এস্টেট সংস্থা তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী। অভিযোগ, এই সংস্থা গ্রাহক ও ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছে। তা প্রায় ৩০ কোটি টাকার। আর গৌরী খান এই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় ইডি নোটিশ পাঠিয়েছে তাঁকে। তবে এখনও তাঁকে তলব করা হয়নি। সূত্রের খবর, দ্রুত তলব করা হতে পারে শাহরুখ পত্নীকে। সূত্রের খবর, ইডি জানতে চায় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য ওই সংস্থা থেকে কত টাকা নিয়েছেন গৌরী খান। সেই কারণেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।
