আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। গ্রুপের শেষ ম্যাচ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ শীর্ষে থাকবে কোন দল।
পাকিস্তান ম্যাচে শতরান পাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে বিরাট কোহলি। এদিকে, ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার জানিয়ে দিয়েছেন, রান তাড়া করে দলকে জেতানোর বিষয়ে শচীন তেন্ডুলকারের থেকেও এগিয়ে থাকবেন বিরাট।
মঞ্জরেকারের কথায়, ‘শচীন ও বিরাটের মধ্যে একটা বিষয়ে এগিয়ে কোহলি। আর তা হল রান তাড়া করার ক্ষেত্রে। শচীন প্রথমে ব্যাট করতে পছন্দ করত। শচীনের লক্ষ্য থাকত, নতুন বলে আউট না হওয়ার। কিন্তু রান তাড়া করে জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে বিরাট।’ এরপরই তাঁর সংযোজন, ‘একাধিক ম্যাচে রান সফলভাবে তাড়া করেছে বিরাট। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছে। শচীনের ক্ষেত্রে সংখ্যাটা অল্প। বিরাট এই জায়গায় অনেক এগিয়ে। শুধু এই একটা বিষয় বাদ দিলে শচীনই সেরা। শুধুমাত্র রান তাড়া করার ক্ষেত্রেই এগিয়ে থাকবে বিরাট।’
দুই প্রজন্মের ব্যাটার শচীন ও বিরাট। তাই এই তুলনা হয়ত সেভাবে আসে না। তাছাড়া আন্তর্জাতিক রানের ক্ষেত্রে শচীন এখনও অনেক এগিয়ে। একদিনের আন্তর্জাতিকে শচীনের রান ১৮,৪২৬। সেখানে কোহলি করেছেন এখনও অবধি ১৪ হাজার রান। কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে ৯৯ ইনিংসে বিরাটের সংগ্রহ ৫,৯১৩ রান। তার মধ্যে ২৪ শতরান ও ২৫ অর্ধশতরান রয়েছে। গড় ৮৯.৫৯। সেখানে শচীন ১২৪ ইনিংসে করেছেন ৫,৪৯০ রান। গড় ৫৫.৪৫। রয়েছে ১৪ শতরান ও ৩১ অর্ধশতরান।
