আজকাল ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদকে। হামলার ঘটনায় ১৯ রকমের আঙুলের ছাপ সংগ্রহ করেছিলেন সিআইডি আধিকারিকরা। কিন্তু এতগুলি আঙুলের ছাপের কোনওটির সঙ্গে মিল নেই শরিফুলের আঙুলের ছাপের।
গত ১৬ জানুযারি বান্দ্রাতে নিজের বাড়িতেই হামলার শিকার হন সইফ। ছয় বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল অভিনেতাকে। লীলাবতী হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সদ্য বাড়ি ফিরেছেন তিনি। তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। গত ১৮ জানুয়ারি থানে এলাকা থেকে শরিফুল থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের ১০টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য। মহারাষ্ট্র সিআইডি-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন তাতে জানা যাচ্ছে, সইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে সইফের উপর হামলকারী আসলে শরিফুলই তো?
শরিফুলকে গ্রেপ্তারির আগে আরও দু'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু তাঁদের সঙ্গে সিসিটিভি-তে যে ব্যক্তিকে দেখা গিয়েছিল তাঁর সঙ্গে মিল ছিল না। সইফের বাড়ির সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তার সঙ্গে শরিফুলের মুখের বিস্তর অমিল রয়েছে। দুটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দুই ব্যক্তি একই কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শরিফুলের বাবাও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে যাঁর মুখ দেখা যাচ্ছে তিনি তাঁর ছেলে নন। এ বার আঙুলের ছাপের মিল খুঁজে না পাওয়ায় ফের আতান্তরে পুলিশ।
