আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে বড় চমক দিতে চলেছে টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। এডিলেড ও ব্রিসবেনে ৬ নম্বরে ব্যাট করেছিলেন রোহিত। কিন্তু রান পাননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বক্সিং ডে টেস্টে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করার সম্ভাবনা রোহিতের। গিল কত নম্বরে নামবেন তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, মেলবোর্ন টেস্টে দুই স্পিনারে খেলতে পারে ভারত। সেক্ষেত্রে জাদেজার সঙ্গী হতে পারেন ওয়াশিংটন সুন্দর। সেক্ষেত্রে বসতে হবে নীতীশ কুমার রেড্ডিকে।
বর্ডার গাভাসকার ট্রফি এখন রয়েছে ১–১ অবস্থায়। বাকি আর দুই টেস্ট। একটি জিতলেই ভারতের কাছেই থাকবে ট্রফি। আর দুটিই জিতলে চলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তাই মেলবোর্ন ও সিডনি টেস্টে মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এদিকে ৭০০ আন্তর্জাতিক উইকেট থেকে আর পাঁচটি উইকেট দূরে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। আর এই কৃতিত্ব অর্জন করলে তিনি হবেন চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার। শীর্ষে আছেন শেন ওয়ার্ন (১০০১), গ্লেন ম্যাকগ্রাথ (৯৪৯), ব্রেট লি (৭১৮)।
২৮৪ আন্তর্জাতিক ম্যাচে স্টার্ক পেয়েছেন ৬৯৫ উইকেট। সেরা বোলিং ৬/২৮। ইনিংসে ২৪ বার নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট।
তার মধ্যে টেস্টে স্টার্ক পেয়েছেন ৩৭২ উইকেট। আর একদিনের ক্রিকেটে ২৪৪ উইকেট। টি২০ তে পেয়েছেন ৭৯ উইকেট।
