আজকাল ওয়েবডেস্ক:‌ নিজের মেজাজেই আছেন ডোনাল্ড ট্রাম্প। ইচ্ছা হল আর কিছু একটা বলে দিলেন। এই ব্যাপারে তিনি সিদ্ধহস্ত। এবার ফের তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করে বসলেন। সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, দুই দেশের সংঘর্ষে ৭–৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। বুধবার মিয়ামিতে একটি বাণিজ্য ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েই দুই দেশকে যুদ্ধ থেকে নিরস্ত করেছেন তিনি। আর এই দাবি করে ফের একবার মোদি সরকারকে অস্বস্তিতে ফেললেন তিনি।


এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে তিনি অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন। আর এজন্য তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যদিও ট্রাম্পের কথা নোবেল কমিটির কান পর্যন্ত পৌঁছয়নি। তবে ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে বারবার দাবি করে চলেছেন। আটটি যুদ্ধর বাইরে কসোভো–সার্বিয়া এবং কঙ্গো–রোয়ান্ডা সংঘর্ষও থামিয়েছেন বলে দাবি ট্রাম্পের।

বাণিজ্য ফোরামে ট্রাম্প বলেন, ‘‌আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যেই ছিলাম। তখনই একটি সংবাদপত্রের প্রথম পাতায় পড়ি যে তারা যুদ্ধ করতে চলেছে। সাতটি বিমান গুলি করে নামানো হয় এবং অষ্টম বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়।’‌ ট্রাম্প আরও জুড়ে দিয়েছেন, ‘‌আমি তাদের (ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান) বলি, আমি তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না যদি না তোমরা শান্তিচুক্তি করো।’‌ দু’টি দেশের যে পরমাণু শক্তি রয়েছে সে কথা মনে করিয়ে তিনি সংঘর্ষবিরতির প্রস্তাব দেন। ট্রাম্পের দাবি, পরদিনই সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ। তিনি বলেন, ‘‌আমি বলি ধন্যবাদ, চলো আমরা ব্যবসা করি।’‌ ট্রাম্পের নতুন এই দাবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ভারত বা পাকিস্তান।