আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল লালবাজারের কাছে। লালবাজারের ট্রান্সপোর্ট বিল্ডিংয়ের সামনে এক গোডাউনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে অফিস পাড়ায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য। 

কী কারণে আগুন লাগে? প্রাথমিক তদন্তে জানা গেছে, গোডাউনে প্রচুর কেমিক্যাল এবং প্লাস্টিকের জিনিসপত্র থাকার কারণে এই আগুন লেগে যায়। মূলত এসি শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি মোটর স্পেয়ার পার্টস ও প্লাস্টিক থাকার কারণে এই আগুনের ভয়াবহতা বেড়ে যায়। 

যেখানে আগুন লাগে, সেটি একটি পুরনো বিল্ডিং। সেটি মটর পার্টসের গোডাউন। মূলত লালবাজার সংলগ্ন আর এন মুখার্জি রোডের উপর এই গোডাউনে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আর ঘটনাস্থলে ভয়াবহ ধোঁয়া হওয়ার কারণে দমকল বাহিনী ঠিকমতো ভেতরে প্রবেশ করতে পারছে না। বহু পুরাতন বিল্ডিং, একইসঙ্গে অগ্নি নির্বাপক ব্যবস্থাও তেমন নেই বলেই জানা যাচ্ছে। তবে পুরো অংশটাই গোডাউন থাকার কারণে তেমনভাবে প্রাণহানির কোনও খবর নেই বলে দমকল সূত্রে খবর। 

তবে প্লাস্টিক ও কেমিক্যালের গ্যাস যেটা ভয়াবহ রূপ নিয়েছে, আগুনের লেলিহান শিখা তেমন না থাকলেও বিষাক্ত গ্যাস একটা তৈরি হয়েছে যার কারণে দমকল কর্মীরা ভেতরে ঢুকতে সাহস পাচ্ছেন না ঠিকমত। বাইরে থেকে বেশি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, তবে জলের অভাব বোধ করছে দমকল বাহিনীরা। এখনও পর্যন্ত ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন গেলেও, আরও একাধিক ইঞ্জিন যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, দমকল সূত্রে জানা গেছে। 

মূলত লালবাজারের ২০০ মিটার দূরত্বে এক তিন তলা বাড়ির নিচু তলা ও একতলায় আগুন লাগে শর্ট সার্কিটের কারণে। এমনটাই দমকল সূত্রে খবর। তবে আগুনের ভয়াবহতা যথেষ্ট। এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীরা ভেতরে ঢুকেও আবার বাইরে বেরিয়ে এসেছেন বিষাক্ত ব্যস্ত থাকার কারণে।