আজকাল ওয়েবডেস্ক: এডিলেডে রোহিত শর্মার নেতৃত্ব প্রশ্নের মুখে। একে তো ব্যাটে রান নেই। তার উপর বেশ কিছু সিদ্ধান্ত এমন নিয়েছেন যা বুমেরাং হয়ে গেছে। ব্যক্তিগত কারণে রোহিত পারথ টেস্টে ছিলেন না। দায়িত্বে ছিলেন বুমরা। তিনি কিন্তু ছাপিয়ে গিয়েছেন অনেকটাই।
ইউটিউব চ্যানেলে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘হেডকে সেভাবে বাউন্সারই দেওয়া হয়নি। ওকে বাউন্সার দিয়ে বিভ্রান্ত করতে হবে। তবেই আউট হবে। হেড বরাবর ভারতের বিরুদ্ধে ভাল খেলে। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলেছিল। বিশ্বকাপ ফাইনালেও খেলেছিল। আবার এডিলেডেও খেলে দিল।’ এরপরই আকাশ চোপড়ার সংযোজন, ‘বুমরাকে কেন চার ওভারের বেশি স্পেলে ব্যবহার করা হচ্ছে না তা বোধগম্য নয়। উইকেট তুলে নিলেও চার ওভারের বেশি দেওয়া হচ্ছে না। অত্যন্ত রক্ষণাত্মক অধিনায়কত্ব দেখলাম রোহিতের।’ চোপড়ার কথায়, ‘অধিনায়ক হিসেবে টানা চারটি টেস্ট হারল রোহিত। ১৯৬৭ সালে মনসুর আলি খান পতৌদির অধিনায়কত্বে টানা ৬ টেস্ট হারতে হয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে শচীন, ধোনি দু’বার টানা চার টেস্টে হারেন। বিরাটও অধিনায়ক থাকাকালীন টানা চার টেস্টে হার হয়েছিল। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন রোহিতও।’
চোপড়ার কথায়, ‘পারথে রোহিত ক্যাপ্টেন ছিল না। তাই ওই টেস্টে জয়টা কাউন্ট করছি না। তাছাড়া রোহিত টেস্টে দীর্ঘদিন রান পাচ্ছে না। শতরানের কথা ছেড়েই দিলাম।’
