আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়নরা একে একে ঘরে ফিরছেন। সোমবার রাতেই মুম্বই ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিমানবন্দরে রোহিতকে নিয়ে ছিল ভক্তদের উচ্ছ্বাস। পুলিশ কড়া পাহারায় রোহিতকে গাড়িতে তুলে দেয়। এরপর বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। সোমবার রাতেই দিল্লি ফিরেছেন হেড কোচ গৌতম গম্ভীর ও পেসার হর্ষিত রানা। আর রবিবার রাতেই স্ত্রী অনুষ্কাকে নিয়ে দুবাইয়ের হোটেল ছেড়েছেন বিরাট। তিনিও দ্রুতই দেশে ফিরবেন।
দেশে ফিরেছেন হার্দিক, শ্রেয়স, অক্ষর, বরুণরাও।
আগেই জানা গিয়েছিল ক্রিকেটাররা একসঙ্গে নয়, যে যার মতো করে দেশে ফিরছেন। এটা ঘটনা ২২ মার্চ থেকে শুরু হয়ে যাবে আইপিএল। ক্রিকেটাররা বিশ্রাম পাবেন সামান্যই। কিছুদিনের মধ্যেই ক্রিকেটাররা যোগ দেবেন ফ্রাঞ্চাইজি দলে।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানানো হয়েছে, ‘ক্রিকেটাররা ও পরিবারের সদস্যরা সোমবারই দুবাই ছেড়েছেন। কিছু প্লেয়ার দেশ ফিরে এসেছেন। আর কয়েকজন দু’একদিনের মধ্যেই ফিরবেন।’
আইপিএল শুরু হয়ে যাবে বলেই ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেনি বিসিসিআই। মাত্র নয় মাস আগেই বার্বাডোজ থেকে দল যখন ফিরেছিল, তখন ক্রিকেটারদের জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছিল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু এবার এসব কিছুই হচ্ছে না।
এদিকে জানা গেছে শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসে যোগ দেবেন ১৬ মার্চ। এবার তিনিই ওই দলের অধিনায়ক।
