আজকাল ওয়েবডেস্ক:‌ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে মেলবোর্ন টেস্ট। খেলা শুরু হয়ে যাবে ভারতীয় সময় ভোর পাঁচটায়। টস হবে ভোর সাড়ে চারটেয়। 


এর আগে তৃতীয় টেস্ট অর্থাৎ ব্রিসবেন টেস্ট শুরু হয়েছিল ভারতীয় সময় ভোর ৫.‌৫০ মিনিটে। কিন্তু মেলবোর্নে আরও আগে শুরু হবে খেলা। নিয়ম অনুযায়ী, ভারতীয় সময় সকাল সাতটায় হবে মধ্যাহ্নভোজ। ৪০ মিনিটের বিরতির পর খেলা শুরু হবে সকাল ৭.‌৪০ মিনিটে। এরপর ৯.‌৪০ মিনিটে হবে চা পানের বিরতি। সকাল দশটায় শুরু হবে শেষ সেশনের খেলা।


প্রসঙ্গত, পারথ টেস্ট শুরু হয়েছিল ভারতীয় সময় সকাল ৭.৫০ মিনিটে। আর এডিলেড টেস্ট শুরু হয়েছিল ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে। তবে সেটা ছিল দিন রাতের টেস্ট। আর গাব্বা টেস্ট শুরু হয়েছিল ভোর ৫.‌৫০ থেকে। তবে মেলবোর্নে আরও আগে শুরু হবে খেলা। ভারতীয় সময় ভোর পাঁচটায় হবে শুরু বাইশ গজের লড়াই। 
খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া অনলাইনে দেখানো হবে হটস্টারে। 


তিন টেস্টের পর বর্ডার গাভাসকার সিরিজের ফল এখন ১–১। বাকি মেলবোর্ন ও সিডনি টেস্ট। এর একটি টেস্ট জিতলেই ভারতের কাছে থেকে যাবে ট্রফি। তবে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে দুটি টেস্টই জিততে হবে ভারতকে।