আজকাল ওয়েবডেস্ক:‌ জয়পুরে বাড়ির সামনেই গুলি করে খুন করা হল রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদিকে। মঙ্গলবার দু’‌জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী স্কুটারে এসে সুখদেবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালায়। 
জানা গেছে, এদিন দুপুর দুটো নাগাদ নিরাপত্তারক্ষী ও আরও এক জনের সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সুখদেব। তখনই স্কুটারে আসে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তিন জনকে লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুখদেবকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আততায়ীদের খোঁজে চলছে তল্লাশি।