আজকাল ওয়েবডেস্ক:‌ ব্যাডমিন্টনে দারুণ আশা জাগিয়েও পদক জিততে ব্যর্থ লক্ষ্য সেন। সোমবার ব্রোঞ্জের লড়াইয়ে লক্ষ্য হেরে যান মালয়েশিয়ার লি জি জিয়া‌র কাছে। প্রথম গেম জিতলেও পরের দুটি গেম হেরে যান লক্ষ্য। এর আগে পিভি সিন্ধুও বিদায় নিয়েছিলেন। সাত্ত্বিক–চিরাগরাও পারেননি। 


সোমবারই লক্ষ্যের হারের পর ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ ও মেন্টর প্রকাশ পাড়ুকোন। তিনি রীতিমতো বিরক্তির সুরে বলেন, ‘‌এবারই সেরা সুযোগ ছিল। কিন্তু সমস্তরকম সাহায্য, আর্থিক সাহায্য যথেষ্ট দেওয়া সত্ত্বেও প্লেয়াররা ব্যর্থ হল। আগে এত সুবিধা ও টাকাপয়সা ছিল না। কিন্তু এবার সেই সাহায্য দেওয়া হলেও কিছুই হল না।’‌ 


পুরুষদের সিঙ্গলসে এবারই ভারতের কোনও প্রতিযোগী ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠেছিলেন। পিভি সিন্ধু শেষ ষোলোয় হেরে যান। ডাবলস কোয়ার্টারে হেরে যান সাত্ত্বিক–চিরাগ জুটি। আর লক্ষ্য হারলেন সেমিতে। তারপর হার ব্রোঞ্জের লড়াইয়ে।


পাড়ুকোন বলেছেন, ‘‌আমি খুবই হতাশ। ব্যাডমিন্টন থেকে একটাও পদক এল না। অন্তত তিনটি পদক জেতার লড়াইতে ছিলাম। কিন্তু একটিও এল না। এবার সরকার, সাই ও ক্রীড়ামন্ত্রক যথেষ্ট সাহায্য করেছে। সমস্ত সুবিধা দিয়েছে। টাকাপয়সা দিয়েছে। তাই পদক না আসায় ভীষণ হতাশ।’‌ লক্ষ্যর হার নিয়ে বলেছেন, ‘‌ভাল খেলেছে। কিন্তু এই হারে হতাশ। প্রথম গেম জিতে গিয়েছিল। তারপরেও এই হার।’‌