আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষে ছিল আফগানিস্তান। সে দেশে তালিবরা ক্ষমতায় আসার পর সরকারি নিষেধাজ্ঞায় পপি চাষ ও আফিম উৎপাদন ৯০ শতাংশেরও বেশি কমে গেছে। রবিবার রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। গত বছর এপ্রিলে তালিবানরা পপি চাষ নিষিদ্ধ করে। 
রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালে এসে পপি চাষের জমির পরিমাণ ২ লাখ ৩৩ হাজার হেক্টর থেকে কমে ১০ হাজার ৮০০ হেক্টরে দাঁড়িয়েছে। পপি চাষ প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত কমেছে। 
একইভাবে কমেছে আফিম উৎপাদন। একই সময়ের মধ্যে আফিম উৎপাদন ৬ হাজার ২০০ টন থেকে কমে ৩৩৩ টনে দাঁড়িয়েছে। যা আফগান কৃষকদের জন্য বড় একটি ধাক্কা। রাজস্ব কমেছে। প্রসঙ্গত, 
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে পপি জন্মায়। এতে হেরোইন তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদান আফিম থাকে। আফগানিস্তান আগে ছিল বিশ্বের শীর্ষ আফিম উৎপাদনকারী দেশ। গোটা বিশ্বে আফিম সরবরাহের ৮০ শতাংশই হত আফগানিস্তান থেকে।