আজকাল ওয়েবডেস্ক: জেরুজালেমে এসে পোপ ষোড়শ বেনেডিক্ট ‘সার্বভৌম প্যালেস্তাইনি মাতৃভূমি’র পক্ষে জোরালো সমর্থন করলেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পাশে দাঁড়িয়ে এই আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, পাঁচ দিনের সফরে সোমবার ইজরায়েলে এসেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। সফরে এসে পোপ যীশুর জন্মস্থানে নির্মিত চার্চ অফ দ্য নেটিভিটি এবং একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির পরিদর্শন করবেন। পোপের সফরের দিকে লক্ষ্য রেখে ইজরায়েল গাজার ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় ১০০ সদস্যের একটি দলকে ইজরায়েল হয়ে পশ্চিম তীরে ভ্রমণ করার অনুমতি দিয়েছে।
