আজকাল ওয়েবডেস্ক:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নমো লেখা জার্সি উপহার দিলেন ভারতের বিশ্বজয়ী মেয়েরা। সেই জার্সিতে বিশ্বজয়ী মেয়েদের সই রয়েছে। সব অর্থেই প্রধানমন্ত্রীকে দেওয়া জার্সি স্পেশাল।
মোদি সাক্ষাতের পরে ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা বলেছেন, প্রধানমন্ত্রী তাঁদের উৎসাহ দিয়েছেন। প্রেরণা জুগিয়েছেন। মান্ধানার মতে, সমাজের সর্বস্তরে মহিলাদের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর অবদান রয়েছে। তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্চ হন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে ছিলেন।

২০১৭ সালেও মোদির সঙ্গে দেখা করেছিলেন দীপ্তি। সেই সময়ে মোদি তাঁকে কঠিন পরিশ্রম করে সাফল্য পাওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী জানেন দীপ্তি তাঁর ইনস্টাগ্রামে জয় শ্রী রাম লিখে রেখেছেন। তাঁর বাহুতে হনুমানের ট্যাটু আঁকা তাও প্রধানমন্ত্রীর অজানা নয়। ক্যাপ্টেন হরমনপ্রীত প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, তিনি কীভাবে সবসময়ে বর্তমানেই থেকে যান। মোদি উত্তরে জানান, বর্তমানকে আঁকড়ে ধরা তাঁর কাছে এক অভ্যাস। নাদি দ্য ক্লার্কের ক্যাচ ধরে হরমনপ্রীত বল পকেটে পুরে নেন। মোদির দৃষ্টি এড়ায়নি। হরমনপ্রীত বলেন, বলটা পেয়ে তিনি নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন। নতুন দিনের গান গাওয়া ভারতলক্ষ্মীরা বুধ-সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন। সবাই এলেন। কিন্তু ছিলেন না শেফালি ভার্মা।
রবিবার ওপেন করতে নেমে শেফালি ঝড় তুলেছিলেন। ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন ফাইনালে। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি দলছুট। মোদি-সাক্ষাতে হরমন-মান্ধানাদের সঙ্গে যাননি তিনি। ইন্টার জোনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে শেফালি নেতৃত্ব দেবেন উত্তরাঞ্চলকে। সেই কারণে আগেই তিনি পৌঁছে গিয়েছেন নাগাল্যান্ডে।
