আজকাল ওয়েবডেস্ক: জেসিবির ধাক্কায় মৃত এক পুলিশ কনস্টেবল। সোমবার রাতে নিমতলা ঘাটে বিসর্জনের ডিউটিতে ছিলেন র্যাফ এর কনস্টেবল সন্দীপ বর্মন। আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি সন্দীপকে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে সোমবার রাত আড়াইটে নাগাদ নিমতলা ঘাটের দিক থেকে আসছিল একটি জেসিবি। সেসময় সেখানে ডিউটিতে ছিলেন সন্দীপ বর্মন। জেসিবি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। জেসিবি আটক করা হলেও চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর বন্দর থানার পুলিশ।
